I love Kaliganj so I am trying to highlight the people of Kaliganj and its heritage in different places. I hope the people of Kaliganj will be by my side but many people may not want me to do it but I will try. Many people do a lot about Kaliganj but this page is not outside of Kaliganj but no one comeshere.
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার নাম করণের ইতিহাস।
কালীগঞ্জ নামকরণ সম্পর্কে সাংবাদিক ও সাহিত্যিক মহলে মতত্বৈততা দেখা যায়। এক এক জন্য এক এক ভাবে তাদের মত প্রকাশ করেছেন। তবে, পরবর্তীকালে গবেষণায় দেখা যায় সপ্তদশ শতকে নলডাঙ্গার রাজ বংশের প্রতিপত্তি ও প্রভাব ছিল এই এলাকায় সবচেয়ে বেশি। রাজারা ছিলেন কালীভক্ত। মোঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে (১৬৫৭-১৭০৭ খ্রি.) নলডাঙ্গার রাজা চন্ডিচরণের পুত্র সুরনারায়ণের সময় চিত্রা নদীর উত্তর তীরে প্রথম কালীমন্দির প্রকিষ্ঠিত হয় বলে অনুমিত হয়। কেননা এ সময় নলডাঙ্গা 'মঠে' শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয়। অম্বিকাচরণ মুখার্জী কর্তৃক প্রণীত নলডাঙ্গা রাজ পরিবারের ইতিহাস থেকে এই ইঙ্গিত পাওয়া যায়। চিত্রা নদীর উত্তর তীরের এ কালীমন্দিরকে কেন্দ্র করে দোকান পাট গড়ে উঠতে শুরু করে এবং ক্রমান্বয়ে লোক বসতি বৃদ্ধি পেতে থাকে এই এলাকায়। ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এখানে শস্যাদি কেনাবেচা হতে থাকে। ফলে এখনে বসতে শুরু করে বাজার, তৎপর সাপ্তাহিক হাট। এতে স্বাভাবিক কারণেই গড়ে উঠে বাণিজ্যিক গুদামঘরসহ নানা ধরনের দোকান। এই কালীমন্দিরকে কেন্দ্র করেই ক্ষুদ্র জনপদটি কালক্রমে 'কালীগঞ্জ ' নাম ধারণ করে এবং এই নাম...
Comments
Post a Comment